Type Here to Get Search Results !

এনসিপি নেতাদের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Abdul Jabbar

 


এনসিপি নেতাদের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির জেলা শাখা।


মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ।


প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, “কোনো সন্ত্রাসী হামলা করে এনসিপির চলমান আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের প্রস্তুতিকে রুখে দেওয়া যাবে না। আমরা কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সব নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”


সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া এবং যুব শক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা এবং শ্রমিক উইংয়ের নেতা মমিনুর রহমান ও নুরুজ্জামাল প্রমুখ।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ