গোপালগঞ্জে সিএসএস-এমএফপি'র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
গোপালগঞ্জে সিএসএস -এমএফপি'র আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম. রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, গোপালগঞ্জ অঞ্চল।অনুষ্ঠানে ৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে প্রাইজবন্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। এ সকল গুনী ও কৃতি শিক্ষার্থীরা হলেন নিপু বিশ্বাস, পথিক পাল, আব্দুল আজিজ খান, সুপ্রিয়া রঙ্গ, অন্তরা মন্ডল ও শিবনাথ বিশ্বাস প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

