প্রতিবেদন:
নরসিংদীর বেলাবো উপজেলার গাল স্কুল মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ পরিণত হয়েছে ভয়াবহ সংঘর্ষে। চরবেলাব ও মাটিয়ালপাড়া এলাকার যুবকদের মধ্যে শনিবার দুপুরে শুরু হওয়া এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাইফুল (২৬), পিতা—জীবন মিয়া, গ্রাম—চরবেলাব। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ম্যাচ চলাকালে গ্যালারিতে উত্তেজনা শুরু হয়। বাকবিতণ্ডা পরদিন শনিবার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। দেশীয় অস্ত্র, লাঠি ও ইট-পাটকেল ব্যবহার করে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
পুলিশ শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে। আহতদের স্থানীয় ক্লিনিক ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খেলাধুলার মাঠ পরিণত হয়েছে আতঙ্ক আর শোকের কেন্দ্রে।

