Type Here to Get Search Results !

মনিরামপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের নেতা-কর্মী আহত

ডেস্ক রিপোর্ট

ছবি:আহতরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

আবু রায়হান, স্টাফ রিপোর্টার(যশোর জেলা):
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদা এলাকায় ছাত্রদলের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে ডাঙ্গা মহিষদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। খেলার একপর্যায়ে ছাত্রদলের ৪-৫ জন সদস্য এসে খেলাটি বন্ধ করে দিতে বলে। 

এ সময় শিবিরের ওয়ার্ড সভাপতি রাব্বি হাসানের সঙ্গে ছাত্রদল কর্মীদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ১০ জুন বিকাল ৫টার দিকে ছাত্রদলের লোকজন রাব্বিকে একাকী পেয়ে মারধর করে। 


এরপর ১০ জুন রাত ১০টার দিকে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ছাত্রশিবির মনিরামপুর পূর্ব শাখার সভাপতি ফাহিম মুনতাসির ফুয়াদ কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদা কালার মোড়ে আসেন।

 তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।


তারা সবাই মিলে সাবেক শিবির সভাপতি মোতাহার সাহেবের সারের দোকানে বসে আলোচনায় অংশ নিচ্ছিলেন। ইউনিয়নে ছাত্র শিবিরের উপস্থিতি টের পেয়ে হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়।ছাত্র শিবিরের দাবি,  হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও সন্ত্রাসী কায়দায় সংঘটিত।এছাড়া ছাত্রশিবিরের দাবি অনুযায়ী, এ হামলায় মনিরামপুর পূর্ব শাখার সভাপতি ফাহিম মুনতাসির ফুয়াদ, কুলটিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইমন হাসান, ডাঙ্গা মহিষদা ওয়ার্ড সভাপতি রাব্বি হাসান সহ অন্তত ১০-১৫ জন গুরুতর আহত হন।


হামলার নেতৃত্ব দেন বিএনপির কুলটিয়া ইউনিয়ন শাখার সভাপতি হামিদুল মাস্টার, তার সহযোগী লিটন, আশরাফুল, মুরাদ, তানভীর সহ ছাত্রদল ও বিএনপির ৬০-৭০ জনের একটি  বাহিনী।


এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে  ছাত্রশিবির মনিরামপুর উপজেলা শাখা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এ বিষয়ে মনিরামপুর উপজেলা শাখার ছাত্রশিবির সভাপতি ইশতিয়াক ইবনে জামান তার ফেসবুক পোস্টে  লিখেছেন:

"বিনা কারণে আমার ভাইদের উপর এই হামলার জন্য যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ