ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত নবীনগর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবীনগর থানার একটি টিম। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, “শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

