Type Here to Get Search Results !

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

Abdul Jabbar


 গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এস এম জিলানীর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ দেড় যুগ (প্রায় ১৭ বছর) পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 


সোমবার (৩০ জুন) টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। ৩০ জুনের সম্মেলনকে সামনে রেখে রোববার (২৯ জুন) দুপুর ১২ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া বাস-টার্মিনালের দোতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদেরকে সম্মেলনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতির বিস্তারিত জানান।

সংবাদ-সম্মেলনে এস এম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের বাকস্বাধীনতা ছিলো না। ভোটের অধিকার ছিলো না। সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। সে কারণে এই টুঙ্গিপাড়ায় আমরা আমাদের রাজনৈতিক চর্চাটা করতে পারিনি। সঠিকভাবে রাজনৈতিক চর্চাটা করতে পারলে জনসমর্থনের দিক থেকে কারা ভারী, কারা বেশি, কারা কম, আপনারা বিচার করতে পারতেন। আমার গণতন্ত্র, আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার একটি সফল গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দীর্ঘদিন পর আগামীকাল সোমবার (৩০ জুন) বৃহৎ পরিসরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি’র ঢাকা-বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও খন্দকার মাশুকুর রহমান সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনকে সফল করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ-সম্মেলনে আবুল খায়ের, শেখ সালাউদ্দীন আহম্মেদ, যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান বাবু, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লা, মো. নাসির উদ্দিন, সামচুল হক, শেখ জিল্লাল হোসেন, যুবদলের সভাপতি মোক্তার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম সহ উপজেলা ও পৌর বিএনপি’র স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধিঃ 

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ