Type Here to Get Search Results !

জমজমাট হচ্ছে সিলেটের কাজীরবাজার হাট

ডেস্ক রিপোর্ট


প্রতিবেদন: ফখরুল হাসান, সিলেট

কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজীরবাজার পশুর হাট।

বিভিন্ন এলাকা থেকে ব্যাপারিরা নিয়ে এসেছেন উন্নত জাতের গরু, ছাগল ও অন্যান্য কোরবানির পশু। ক্রেতাদের উপস্থিতিও দিনদিন বাড়ছে। 

 বিগত কয়েকদিনের টানা বৃষ্টির পরও হাটে গরুর সরবরাহ এবং ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। খামারি ও ব্যাপারিরা বিভিন্ন আকর্ষণীয় নাম দিয়ে গরুগুলো হাটে এনেছেন—যেমন 'বিগ বস', 'সুলতান', 'পুষ্পা' ইত্যাদি। 

এগুলোর ওজন ২০-২৫ মণেরও বেশি, যার কারণে দর্শনার্থী ও ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, নিরাপত্তা, পশুর চিকিৎসা ও পরিস্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা হয়েছে। 

তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগের দুই-তিন দিনে হাট আরও জমে উঠবে। হাটে গরুর দাম কিছুটা চড়া হলেও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। 

ক্রেতারা দরদাম করে পছন্দের পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন। এবারের হাটে স্বাস্থ্যসেবা বুথ, ডিজিটাল ওজন মেশিন ও মোবাইল ভেটেরিনারি টিমও রাখা হয়েছে—যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য সুবিধাজনক হচ্ছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ