২০২৫ ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে? ডেমবেলে না ইয়ামাল? চমকে দিতে পারে রাফিনহাও !
২০২৫ সালের ব্যালন ডি’অর পুরস্কার কে পাচ্ছেন—এই প্রশ্নেই এখন মুখর ফুটবল দুনিয়া। ইউরোপের ক্লাব ফুটবল মৌসুম শেষে, চলতি বছর ব্যালন ডি’অরের প্রতিযোগিতা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
গত কয়েক বছর মেসি, রোনালদো, বেনজেমা কিংবা হালান্ডের মতো নামগুলো দাপট দেখালেও ২০২৫ সালে নতুন নামের উত্থান ঘটেছে। আর সেই নামগুলোর শীর্ষে রয়েছেন প্যারিস সাঁ জার্মিনের উইঙ্গার উসমানে ডেমবেলে, বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল, ও ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
ডেমবেলের দৌড় সবচেয়ে জোরালো..
পিএসজির হয়ে লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ—তিনটি শিরোপা জিতেছেন ডেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন তিনি। ২১ গোল ও ১৪টি অ্যাসিস্টের পারফরম্যান্স এই উইঙ্গারকে ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে।
বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তী এমম্যানুয়েল পেতি সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেমবেলেকে তাঁর পছন্দ হিসেবে উল্লেখ করে বলেন, “এই বছর সেরা খেলোয়াড় বলতে আমি ডেমবেলেকে-ই বুঝি। তার গতি, টেকনিক এবং বড় ম্যাচে পারফরম্যান্স ব্যতিক্রম।”
ইয়ামাল: নাবালক বয়সেই ইতিহাস গড়ার পথে...!
মাত্র ১৭ বছর বয়সে বার্সার মূল একাদশে জায়গা করে নেওয়া লামিন ইয়ামাল ইতোমধ্যে ফুটবলবিশ্বে আলোড়ন তুলেছেন। লা লিগা ও সুপার কাপে দলের সাফল্যে সরাসরি ভূমিকা, এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তাঁর দুর্দান্ত গোল—সবকিছু মিলিয়ে ইয়ামাল এবার ব্যালন ডি’অরের সর্বকনিষ্ঠ বিজেতা হতে পারেন।
টাইমস অফ ইন্ডিয়া এক বিশেষ প্রতিবেদনে লিখেছে—“ইয়ামালের ফুটবল বুদ্ধিমত্তা ও দৃঢ়তা তাঁকে ব্যতিক্রমী করে তুলেছে। বয়স নয়, মাঠের পারফরম্যান্সই বিচার্য।”
রাফিনহাও আলো ছড়াচ্ছেন....
বার্সার আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ২০২৫ সালে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। ১৮ গোল ও ১৫টি সহায়তা করে তিনি শুধু দলের জয়ে অবদানই রাখেননি, বরং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ২ গোল করে আলো কেড়ে নিয়েছেন। ফুটবল বিশ্লেষকরা বলছেন—তিনি এই তালিকার “ডার্ক হর্স”।
সালাহ ও এমবাপ্পে কিছুটা পিছিয়ে...
লিভারপুলের মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ জয় করলেও, ইউরোপিয়ান পারফরম্যান্সে অনেকটাই ম্লান ছিলেন। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফর্ম করলেও তাঁর দল রিয়াল মাদ্রিদ কোনো বড় শিরোপা জিততে পারেনি, যার কারণে তার সম্ভাবনা কিছুটা কম।
ব্যালন ডি’অরের চূড়ান্ত ঘোষণা হবে ২২ সেপ্টেম্বর, ২০২৫, প্যারিসে। আগস্ট মাসে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে।
বিশ্লেষকরা বলছেন, সবদিক বিবেচনায় উসমানে ডেমবেলে কিছুটা এগিয়ে রয়েছেন। তবে লামিন ইয়ামাল ও রাফিনহার দারুণ ফর্ম যেকোনো চমক দিতে পারে। এমনকি শেষ মুহূর্তে ইউরো বা কোপা আমেরিকায় পারফরম্যান্স এই ভোটে বড় প্রভাব ফেলতে পারে।
২০২৫ ব্যালন ডি’অরের মঞ্চে হয়তো আমরা নতুন চ্যাম্পিয়নের জন্ম দেখতে চলেছি—একটি নতুন অধ্যায়ের সূচনা।
স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ