Type Here to Get Search Results !

ভারতের দাদাগিরি এদেশে আর চলবে নাঃ এডঃ গাজী এনামুল হক

FOKRUL HASAN SUROB



আবু রায়হান মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ  বাংলাদেশ আর কখনো ভারতের গোলাম হয়ে থাকবে না! ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাঁদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আমরাও চাই, কিন্তু ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না- ১৪ই জুন শনিবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগন্জের উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য এ সমস্ত কথা বলেন,যশোর ৮৯ মনিরামপুর ৫ সংসদীয়  আসনের বাংলাদেশ জামায়াত ইসলামির ঘোষিত সাংসদ সদস্য প্রার্থী এডঃ গাজী এনামুল হক। 

এ সময় তিনি আরো বলেন, যারা ভারতের কথা মতো চলে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভারতের প্রেসক্রিপশনে চলে তাঁরা দেশ ও দশের শত্রু। তাদের কে প্রত্যাখ্যান করতে হবে। 

কর্মীদের উদ্দেশ্য করে বলেন মুখে নয় কাজ করে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র জনগণের দল, কেউ যেনো বৈশ্যেমের স্বীকার না হয় সেজন্য সবাই কে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে। 

যশোর মণিরামপুর উপজেলার পশ্চিম অঞ্চলের বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মী সমাবেশে শনিবার বিকাল ৩ টায় উপজেলার রাজগন্জ বাজারস্থ উন্মুক্ত মঞ্চে কর্মী সমাবেশের আলোচনা সভা মাস্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে 

আলোচনা সভার প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলী নূর মামুন,উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ