বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা দৈনিক কালেরকণ্ঠ সম্প্রতি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে একের পর এক নেতিবাচক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজনরা। অনেকেই এ ধরনের সংবাদ পরিবেশনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ‘হলুদ সাংবাদিকতা’ বলে আখ্যায়িত করছেন।
সূত্র জানায়, বসুন্ধরা গ্রুপ বর্তমানে জমি দখল, অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তের মুখোমুখি। এসব অভিযোগের প্রেক্ষিতে গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও শেয়ার জব্দ করা হয়েছে। তখন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান, প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে সহযোগিতা চাওয়া হয়।
তবে ড. ইউনূস সেই অনুরোধে সাড়া না দেওয়ায়, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা কালেরকণ্ঠে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নেতিবাচক সংবাদ প্রকাশ শুরু হয় বলে মনে করছেন অনেকেই।
কালেরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রবেশ করলেই তা দেখা যায়— একাধিক পোস্টেই ড. ইউনূসকে নিয়ে নেতিবাচক সংবাদ। কেউ কিছু ফেইসবুকে ডা ইউনুসকে নিয়ে স্ট্যাটার্স দিলেই মিনিট লাগে তৈরি হয়ে যায় সংবাদ।
তবে এইরকম সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা হিসাবে দেখছেন নেটিজনরা।

.jpg)