বাংলাদেশের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া জরুরি: শায়খ আহমাদুল্লাহ


প্রকাশিত:
ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক টানাপোড়েন ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ দেশের নাগরিকদের জন্য সরকারি ব্যবস্থাপনায় সামরিক প্রশিক্ষণ চালু করার আহ্বান জানিয়েছেন। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এই মত প্রকাশ করেন।

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত প্রসঙ্গে আলোচনার সময় শায়খ আহমাদুল্লাহ মুসলিম বিশ্বের ঐক্যের অপরিহার্যতার কথা বলেন। তিনি বলেন, কারা নিপীড়নের শিকার হচ্ছে তা অনুধাবন করতে বড় কোনো পাণ্ডিত্য লাগে না। তার ভাষায়, ভিন্নমতের মুসলিমের সঙ্গে মতবিরোধ থাকলেও মানবিক মূল্যবোধের জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এমনকি কোনো অমুসলিম নির্যাতনের শিকার হলেও তার পাশে দাঁড়ানো ইসলামের নীতি।

তিনি ইরানের বর্তমান সংকট থেকে শিক্ষাগ্রহণের প্রসঙ্গ টেনে বলেন, "ইরান এক সময় সুন্নি সম্প্রদায়ের ওপর কঠোর আচরণ করেছিলো, কিন্তু আজ যখন তারা চাপে আছে তখন নানা মতের মানুষও তাদের সমর্থনে কথা বলছে।"

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে শায়খ আহমাদুল্লাহ বলেন, "আমাদের দেশের বাস্তবতায় এখন সময় এসেছে সরকারিভাবে জনগণের মধ্যে সামরিক প্রশিক্ষণ চালুর।" তার মতে, এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং জাতীয় সংকট মোকাবেলায় জনগণকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করবে।

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=LqRuY2xhyzU