সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর পাড় কেটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (২ জুন) বিকেলে লিয়াকতগঞ্জ বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। ‘গ্রাম বাঁচাও, ড্রেজার হটাও, সড়ক বাঁচাও’ এই স্লোগানে মুখরিত হয় মানববন্ধনস্থল।
বক্তারা জানান, খাসিয়ামারা নদীর বালু মহল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা দেওয়া হলেও ইজারাদাররা নিয়মবহির্ভূতভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর পাড় কেটে বালু তুলছে। এতে লক্ষিপুর বাজার, জিরারগাঁও, বক্তারপুর, ভাঙ্গা পাড়া, মাঠ গাঁও, ইদ্রিসপুর, নোয়াপাড়া, মিরপুরসহ আটটি গ্রাম হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বাধা দিলেও ইজারাদার কর্ণপাত করছে না। মানববন্ধনে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, ইউপি সদস্য ওমর গনি, মুর্শেদ আলমসহ আরও অনেকে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিয়মবহির্ভূত। বালু মহাল নীতিমালার বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”