ফখরুল হাসান (ডেস্ক রিপোর্ট)
স্বপ্ন ও মানবিকতার আলোকে একদল উদ্যমী তরুণের উদ্যোগে ‘মানব কল্যাণে ধম্মকথা’ সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের জাহানারা মঞ্জিলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (১ জুন) প্রধান সমন্বয়কারী অভি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যাঁরা মনোনীত হয়েছেন:
আহ্বায়ক: অন্তু বড়ুয়া
যুগ্ম আহ্বায়ক: শ্রাবন বড়ুয়া আকাশ (রাঙ্গামাটি), একান্ত বড়ুয়া (রাঙ্গুনিয়া), অর্পণ বড়ুয়া (রাউজান), তৃষা বড়ুয়া (হাটহাজারী), অশ্মি বড়ুয়া (ফটিকছড়ি), তমাল বড়ুয়া (চট্টগ্রাম মহানগর), অর্ণব বড়ুয়া (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
সদস্য সচিব: সন্তু বড়ুয়া
অর্থ সচিব: মনিষা বড়ুয়া মম
সদস্য: সুস্ময় বড়ুয়া (রাঙ্গামাটি), অন্তু বড়ুয়া (চট্টগ্রাম মহানগর), আপন বড়ুয়া (রাউজান), তিলক বড়ুয়া (হাটহাজারী), হৃদিতা বড়ুয়া (রাউজান), বিজয় বড়ুয়া (রাঙ্গামাটি), শুভ বড়ুয়া (জাপান), সাগর বড়ুয়া (ফ্রান্স), নিউটন বড়ুয়া (ওমান), বিজয় বড়ুয়া (ওমান), সুমেধ বড়ুয়া (রাউজান)
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

