সিলেট নগরের কাজির বাজার পশুর হাটে এবারের কোরবানির ঈদকে ঘিরে দর্শনার্থীদের নজর কাড়ছে শাহিওয়াল জাতের দুটি বিশাল আকৃতির গরু—‘বিগ বস’ ও ‘পুষ্পা’। গরু দুটির মালিক মৌলভীবাজারের কামালপুর এলাকার ফরিদ আহমদ, যিনি আল সাফা অ্যাগ্রো নামের খামারে এগুলো লালন-পালন করেছেন।
বিগ বসের ওজন প্রায় ২৫ মণ এবং পুষ্পার ২২ মণ বলে জানান খামারি ফরিদ। কাজির বাজারে দর্শনার্থীরা গরুগুলোকে ঘিরে ভিড় করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। গরুর শান্ত স্বভাব এবং দৃষ্টিনন্দন গড়ন সবাইকে মুগ্ধ করেছে।
ফরিদ জানান, এই গরুগুলো তিনি বাছুর অবস্থা থেকে প্রায় চার বছর ধরে লালন-পালন করছেন। প্রতিদিন প্রতিটি গরুর পেছনে ৫০০–৬০০ টাকা খরচ হয়। এখন পর্যন্ত তিনি বিগ বসের দাম নির্দিষ্ট করেননি—দেখে বুঝে কেউ ভালো দাম দিলে বিক্রি করবেন। কেউ কেউ জানতে চাইলে ১৩-১৪ লাখ টাকা বলেছেন।
এদিকে হাটের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, টানা বৃষ্টির কারণে ব্যাপারীদের উপস্থিতি কিছুটা কম হলেও কোরবানির আগের দুই দিনেই মূল জমজমাট বাজার বসবে বলে আশা করছেন। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরু যেমন ‘বিগ বস’ ও ‘পুষ্পা’ বেশ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

