রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার


প্রকাশিত:

জেলা প্রতিনিধি, রাজবাড়ী  

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের বাসিন্দা এবং মীর আ. রাজ্জাকের মেয়ে।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, রোববার (২ জুন) রাত ৮টার দিকে সুমির নিজ বাড়িতে অভিযান চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ব্যাগ হাতে ঘরে ঢুকে বারান্দায় রেখে চলে যায়। পরে এক নারী (সুমি) ব্যাগটি ঘরের ভেতরে নিয়ে যায়।  


পুলিশের ভাষ্যমতে, সুমির স্বামী আনোয়ার হোসেন ওই অস্ত্র তার স্ত্রীর হেফাজতে রাখে। অভিযান চালিয়ে ওই মহিলার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।  


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমি স্বামীর সহযোগিতায় অস্ত্র লুকানোর কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আনোয়ার হোসেনকে ধরতে অভিযান চলছে।