তাসলিম জারাকে দেখে স্কুল ছাত্রিদের অটোগ্রাফ নেয়ার উল্লাস


প্রকাশিত:
ছবিঃ সংগ্রহীত 

সারা জীবন দেখে এসেছি, রাজনৈতিক নেতারা আসার কথা থাকলে স্কুলের পোলাপানকে জোর করে ধরে এনে রাস্তার দুই পাশে দাড় করিয়ে রাখা হয়।

ঠাডা পড়া রোদে দাড়াইয়া দাড়াইয়া পোলাপান মুখে স্লোগান দেয়, আর মনে মনে গালিগালাজ করে। 

এই প্রথম দেখলাম, কোন জোর জবরদস্তি ছাড়াই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েরা এসে তাসনিম জারার সাথে ছবি তুলতেছে। অটোগ্রাফ নিতেছে। 

তাসনীম জারা রাজনীতিতে আসার কথা শুনে ছাপড়ি দল মুক বাঁকা করে বলেছিল, বাংলাদেশের রাজনীতি করা অত সহজ না। 

জারারা দেখাচ্ছেন, বাংলাদেশের রাজনীতি করা অতই সহজ। 

পেশী শক্তি লাগে না, জোর করা লাগে না, গুন্ডা দিয়ে রোদের মধ্যে দাঁড় করানোও লাগে না। 

মানুষের জন্য কাজ করলে, হোক অনলাইন বা অফলাইন, মানুষ ভালোবাসতে সময় নেয় না। 

রাজনৈতিক নতুন বন্দোবস্ত সত্যি হচ্ছে!!

sadik