Type Here to Get Search Results !

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার চোরাচালান পণ্যসহ যুবক গ্রেপ্তার

Abdul Jabbar

ছবি / সংগ্রহীত

 ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার চোরাচালান পণ্যসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালান পণ্যসহ মো. রাসেল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিজয়নগর থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।


অভিযান চালিয়ে চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালীপাড়া) এলাকার চান্দুরা-সিঙ্গারবিল পাকা রাস্তার পাশে থাকা একটি মাইক্রোবাস থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ হাজার ৬০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।


অভিযানটি পরিচালিত হয় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজার তত্ত্বাবধানে। গ্রেপ্তার হওয়া রাসেল কসবা পৌরসভার কল্যাণসাগর এলাকার বাসিন্দা।


গাড়িটি সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তখন মাইক্রোবাসের ভেতর কার্টনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে। অভিযুক্ত রাসেলের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং চোরাচালানে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক জানান, “চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”


এ ঘটনায় বিজয়নগর থানায় চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ