Type Here to Get Search Results !

স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড, এলাকাবাসীর স্বস্তি

Abdul Jabbar

 


ব্রাহ্মণবিয়ার আখাউড়ায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামী মো. এরশাদকে (৩৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।


দণ্ডপ্রাপ্ত এরশাদ মসজিদপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন।


এরশাদের স্ত্রী ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন, মাদকাসক্ত স্বামী প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। বিষয়টি তদন্তে গেলে এলাকাবাসীও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”


স্থানীয়রা এই রায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, এমন পদক্ষেপের ফলে এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে সচেতনতা ও ভয় উভয়ই তৈরি হবে।

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ