Type Here to Get Search Results !

পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

Abdul Jabbar
ছবি ঃ পাবনার সাঁথিয়ায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “পাবনা এক্সপ্রেস” নামে একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ