সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
![]() |
ছবিঃ বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন |
শিশু ময়না আক্তার হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাজপুর, বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ৯ বছর বয়সী মাদরাসাছাত্রী ময়না আক্তারকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বর্বর ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিশ্বরোড ছাত্র ঐক্য, সরাইল সরকারি কলেজের শিক্ষার্থী, সরাইল ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশ্বরোডের আব্দুল কুদ্দুস মাখন চত্বর ও আশপাশের এলাকাজুড়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠে সাধারণ মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিশু ময়নাকে যে নৃশংসভাবে হত্যা করে মসজিদের দ্বিতীয় তলায় লাশ ফেলে রাখা হয়েছে, তা আমাদের সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা চাই দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে বক্তব্য দেন মো. ইমরান হোসেন, আবু বক্কর সানি, মো. রেজুয়ান সিদ্দিক (বিশ্বরোড ছাত্র ঐক্য), যুবদল আহ্বায়ক মো. আবু সুফিয়ান, ছাত্রদল নেতা মো. জামাল লস্করসহ সরাইল কলেজের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ৬ জুলাই সকালে নিখোঁজ হয় শিশু ময়না আক্তার। পরদিন সকালে শাহবাজপুর ইউনিয়নের চন্দু মিয়া পাড়ার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়না স্থানীয় প্রবাসী আবদুর রাজ্জাক মিয়ার কন্যা এবং একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
ঘটনার পরপরই পুলিশ মসজিদের ইমাম ও সহকারী ইমামসহ মোট ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, “আমরা ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য সংগ্রহ করেছি। তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে, খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।”