নিজস্ব রিপোর্টার নাগরিক ভিউ
![]() |
ছবি/ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম |
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের রাজনীতিতে দুটি প্রধান দল চাঁদাবাজির রাজনীতিতে লিপ্ত। তার ভাষায়, “আওয়ামী লীগ রাজনীতিকে শাহী চাঁদাবাজিতে পরিণত করেছে, আর বিএনপি ব্যস্ত ছলচাতুরীতে—টেম্পোস্ট্যান্ড, ঋষি-মুচির কাছেও তারা চাঁদা তোলে।” তিনি বলেন, দেশের মানুষ এমন চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়, তাই একটি চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।
ভারত-বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “কাঁটাতারের বেড়া কোনো মূল ব্যবধান নয়। মূল পার্থক্য আদর্শ আর নীতির জায়গায়। এই ভূখণ্ড মুসলমানদের, আমাদের চিন্তা-চেতনা ইসলামভিত্তিক। ইসলাম ধ্বংস করতে পারলে, এই দেশও একদিন বিভক্ত হয়ে যেতে পারে—যেমনটি ঘটেছে সিকিম, কাশ্মীর বা হায়দরাবাদের ক্ষেত্রে।” তিনি দাবি করেন, “ভারত এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশকেও নিজেদের ভূখণ্ডে দেখিয়েছে। এ বিষয়ে সবার সতর্ক হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “যারা বহুবার নৌকা, ধানের শীষ বা লাঙল প্রতীকে ভোট দিয়েছেন, তাদেরকে এবার ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে নতুন নেতৃত্বের স্বাদ নেওয়ার আহ্বান জানাচ্ছি। ওরা বারবার ব্যর্থ হয়েছে। আমরা যদি একবার ব্যর্থ হই, তাহলে আর দাবি করবো না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।