Type Here to Get Search Results !

রাঙামাটিতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার

Abdul Jabbar

   নিজস্ব রিপোর্টার নাগরিক ভিউ

     ২০ জুলাই

ছবি/ জাতীয় নাগরিক পার্টি

সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙামাটি থেকে– জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার


রাঙামাটি—প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জনপদে এবারও বেজে উঠেছে সংগ্রামের সুর। সকল জাতিগোষ্ঠীর অধিকার, ন্যায্যতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী ‘জুলাই পদযাত্রা’।

এই পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির নেতৃবৃন্দ পাহাড়ি ও বাঙালি জনগণের একতাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। তারা জানান, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়; এটি সকল জাতি ও গোষ্ঠীর আত্মসম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ের প্রশ্নে একটি জোরালো উচ্চারণ।

উক্ত পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা সারমিনসহ অন্যান্য নেতাকর্মীরা। রাঙামাটির মানুষের প্রাণঢালা ভালোবাসায় স্নিগ্ধ হয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন, এই মাটিতেই মানবিক বাংলাদেশ গঠনের সূচনা ঘটবে।

আলোচনায় নাহিদ ইসলাম বলেন,

“পাহাড়িদের যে জটিল সমস্যাগুলো রয়েছে, তা গভীরভাবে বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় আমরা নীতিগত অবস্থান গ্রহণ করেছি। শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার।”

অন্যান্য নেতারাও বক্তব্যে পাহাড়ি-বাঙালির ঐক্য ও সমঝোতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জানান, জাতীয় নাগরিক পার্টি একটি মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে।

তারা রাঙামাটির মানুষকে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান, যেন তারা এই স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ