Type Here to Get Search Results !

সিলেটে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Abdul Jabbar

 

ছবি/ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মশাল মিছিলটি বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বন্দর বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান। সমাবেশে তিনি বলেন, “গোপালগঞ্জে দলীয় নেতৃবৃন্দের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। এ হামলার সুষ্ঠু বিচার না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


বক্তব্য রাখেন সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ ও শিপন, মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী নুরুল ইসলাম, মুশতাক আহমদ ও কিবরিয়া। তাঁরা সকলেই এই হামলাকে সরকারের প্রতিহিংসামূলক আচরণ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আলী হুসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যে দেশে নাগরিকদের নিরাপত্তা নেই, সে দেশ গণতন্ত্রের পথে চলতে পারে না। এই হামলা সরকার ও প্রশাসনের নীরব সহায়তায় সংঘটিত হয়েছে।


বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সিলেট শাখার নেতৃবৃন্দ—জুবায়ের আহমদ, কাওসার গাজী, তাকি হাসান, জামিল আহমদ, তানভীর, সোহাগ, মুদ্রাসহ আরও অনেকেই। তারা বলেন, দেশের ছাত্রসমাজ আজ জেগে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলাই এখন সময়ের দাবি।


সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই হামলার বিচার না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে এবং রাজপথ কাঁপবে সাধারণ মানুষের প্রতিবাদে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ