স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
১৫ জুলাই ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নিয়মিত মাসিক সভা গত ১৩ জুলাই, রবিবার চকবাজারের অস্থায়ী কার্যালয় মেমোরি কম্পিউটারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইদ্রিছ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা লায়ন নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী খালেদ বিন সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান আজাদ, অর্থ সম্পাদক মো. আইয়ুব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফ আহমদসহ আরও অনেকে।
এসময় লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে সভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ছিল স্থানীয় একটি মাদ্রাসায় বেঞ্চ প্রদান এবং একটি মসজিদে টিন সরবরাহের উদ্যোগ। এছাড়া, আগামিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহায়তায় একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও গৃহীত হয়।
বৈঠকের শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এলাকার কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।