Type Here to Get Search Results !

চব্বিশের গণঅভ্যুত্থান কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে বিএনপি

Abdul Jabbar


    কুড়িগ্রাম প্রতিনিধি

     ১৫ জুলাই

ছবি/ রুহুল কবির রিজভী


২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনে কুড়িগ্রামে নিহত ১০ শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন, বিএনপি তাঁদের অবদান কোনোদিন ভুলবে না। তারেক রহমান সবসময় শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।”

তারেক রহমানের বার্তা ও শুভেচ্ছা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদদের রক্ত বৃথা যাবে না। এই লড়াই এখনও চলমান।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় উপদেষ্টা মোস্তফা-ই-জামান সেলিম, জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


শহীদ পরিবারগুলো যারা সহায়তা পেয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন— শহীদ গোলাম রব্বানী, আশিকুর রহমান, নূর আলম, রাশেদুল ইসলাম, রায়হানুল ইসলাম, সৈকত, মো. আব্দুল্লাহ আল তাহির, কামাল আহমেদ বিপুল, শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম শফতাক-এর পরিবার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ