Type Here to Get Search Results !

নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে জৈন্তাপুর গনঅধিকার পরিষদের মশাল মিছিল।

Abdul Jabbar

 স্টাফ রিপোর্টার 

০১/০৯/২০২৫

ফাইল ছবি 

জৈন্তাপুর সদরে গনঅধিকার পরিষদের উদ্যোগে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে। মিছিলটির নেতৃত্ব দেন এ এম জাবেদ ও নাসির উদ্দীন পান্না।


মশাল মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সদস্য ওলিউর রহমান, শ্রমিক অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবু সায়েম এবং ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সাবেক সদস্য সচিব এমরান আহমদ। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করতে যৌথ বাহিনী ব্যবহার করা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দাবি জানান—অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা এবং হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক।


নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা সতর্ক করে বলেন, দমনপীড়ন চালিয়ে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। জনগণের পক্ষে এবং অবিচারের বিরুদ্ধে এই আন্দোলন চলমান থাকবে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ