Type Here to Get Search Results !

রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের “বার্ড নেস্ট ক্যাম্পেইন” ও পরিবেশ সচেতনতা সেশন

FOKRUL HASAN SUROB
৩১ আগস্ট রোজ রবিবার রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বার্ড নেস্ট ক্যাম্পেইন” ও “এনভায়রনমেন্টাল আওয়ারনেস সেশন”। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম অনুষ্ঠানের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশন মূলত এনভায়রনমেন্ট, হেলথ ও এডুকেশন এই তিনটি সেক্টরে কাজ করে আসছে। এদিন সকাল ১২টায় শাহজালাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব পাখির বাসা স্থাপন করা হয়। এই উদ্যোগে অংশ নেয় রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবী। সংগঠনের কর্ণধার সৈকত সাহা বলেন, “আগে ক্যাম্পাসে যত পাখি দেখা যেতো, বর্তমানে সেই সংখ্যা অনেক কমে গেছে। সেই চিন্তা থেকেই ক্যাম্পাসকে পাখিবান্ধব করতে এবং শিশুদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পাখির বাসা হিসেবে নারিকেলের মালা ও ছোট কলসি ব্যবহার করা হয়েছে। আশানুরূপ ফলাফল পেলে আরও বড় আকারে এই কার্যক্রম চালানো হবে।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ