সিলেটে নিষেধাজ্ঞার মধ্যেও টিলা কাটছেন শাবিপ্রবির কর্মচারী করিম


প্রকাশিত:

    স্টাফ রিপোর্টার সাদী

    ২ অক্টোবর



সিলেট জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে টিলা কেটে প্লট তৈরির অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের অফিস সহায়ক আব্দুল করিমের বিরুদ্ধে।করিম নগরীর ৩৭নং ওয়ার্ডের যুগীপাড়া ফার্ম এলাকায় রেকর্ডভুক্ত টিলা শ্রেণির ৪ শতক জমি ক্রয় করেন। এরপর তিনি শ্রমিক দিয়ে টিলা কেটে মাটি সরিয়ে প্লট তৈরির কাজ শুরু করেন। গত ৮ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, করিম নিজে উপস্থিত থেকে বাউন্ডারি নির্মাণ করাচ্ছেন। যদিও তিনি দাবি করেন, “টিলা আমি কাটিনি, মালিক শহিদ লন্ডনীর কাছ থেকে জমি কিনেছি। আমি শুধু বাউন্ডারি দিচ্ছি।”তবে স্থানীয়রা অভিযোগ করেন, শহিদ লন্ডনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের কাছে টিলা শ্রেণির জমি বিক্রি করছেন। জমি কেনার পর ক্রেতারা টিলা কেটে বসতবাড়ি নির্মাণ করছেন। করিমও সেই ধারাবাহিকতায় টিলা কেটে প্লট বের করছেন।এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফাইজুল কবির বলেন, “অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। শাবিপ্রবির কর্মচারীর বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিন পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সিলেট জেলার পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গত ৯ সেপ্টেম্বর অফিস আদেশে টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।