ফ্লোটিলা বহর হ্রাস, ইসরায়েলের নিয়ন্ত্রণে অধিকাংশ নৌকা


প্রকাশিত:

  স্টাফ রিপোর্টার শাদি  

  ২ অক্টোবর 


 ছবি : সংগ্রহকৃত  

গাজার নৌপথে ইসরায়েলি অবরোধ ভাঙার আশা নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর। শুরুতে ছিল ডজনেরও বেশি নৌযান, শেষ পর্যন্ত টিকে আছে মাত্র একটি। সেটি এখন গাজার কাছাকাছি সমুদ্রে অবস্থান করছে। ইসরায়েলের দাবি, অল্প সময়ের মধ্যেই এ অধ্যায়ও শেষ হবে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবরোধ ভাঙার প্রচেষ্টা কোনো বড় সংঘর্ষ ছাড়াই থেমে গেছে। আটক হওয়া যাত্রীদের সবাই সুস্থ ও নিরাপদ আছেন, তাদের ইউরোপে পাঠানোর প্রস্তুতি চলছে। একটি জাহাজ যান্ত্রিক সমস্যার কারণে গাজার বাইরে আটকে রয়েছে। তবে সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে, বাধা দেওয়া হবে বলে সতর্ক করেছে ইসরায়েল।এর আগে আলজাজিরার খবরে বলা হয়েছিল, ৪৪টি নৌকার বহরের বেশিরভাগই ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক বা বাধাপ্রাপ্ত হয়েছে। সামারটাইম-জং ও শিরিনসহ কয়েকটি নৌকা শেষ পর্যন্ত সক্রিয় ছিল, যেগুলোর মধ্যে দুটি আইনজীবী বহন করছিল।

মাইকেনো ও ম্যারিনেট নামে আরও দু’টি নৌযান গাজার দিকে অগ্রসর হচ্ছিল বলে দাবি করা হয়েছিল। তবে পরে ফ্লোটিলা ট্র্যাকার সাইটে সব তথ্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কিছু সময় পর আবার আংশিক সক্রিয় হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আটক ফ্লোটিলা কর্মীদের আশোদ বন্দরে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সবাইকে ইউরোপে ফেরত পাঠানো হবে।