Type Here to Get Search Results !

ফাহিম হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

স্টাফ রিপোর্টার সাদি

  স্টাফ রিপোর্টার সাদি 

 ২৩ অক্টোবর 


ছবি : ফাহিম হত্যা মামলায় তিন আসামি

সিলেটের গোলাপগঞ্জে ফাহিম হত্যাকাণ্ডে জড়িত তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম, বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

অভিযোগপত্রে জানা যায়, গত ১ মে ২০২৫ সালে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাই ফাহিম আহমদকে উপুর্যুপরি ছুরিকাঘাতে আহত করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ তদন্তে ঘটনার সঙ্গে জড়িত উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকার জিলাল উদ্দিনের ছেলে সাঈদ আহমদ (২৩), মাহিদ আহমদ (১৯) এবং কুলসুমা বেগম (৪৬)–কে চিহ্নিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

তিন আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্ল্যা বলেন,

“হত্যা মামলার তিন আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। আশা করি, নিহত ফাহিমের স্বজনরা আদালতে ন্যায়বিচার পাবেন।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ