Type Here to Get Search Results !

ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন-২০২৫ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন-২০২৫ সম্পন্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ব্লাড ক্যাম্পেইন-২০২৫”। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন হয়। 




ক্যাম্পেইনে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের উপকারিতা তুলে ধরে ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল-এর তত্ত্বাবধানে ক্যাম্পেইন পরিচালিত হয়।

স্বাস্থ্যসেবা প্রদান করেন সৈয়দ জুবায়ের আহমদ ও সুমন আহমদ। 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, উপজেলা সহ সভাপতি আব্দুল কাইয়ুম রাফি ও সৈয়দ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস ছামাদ, শিক্ষাসাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক সজিদ মিয়া, সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক তায়েছ আহমদ, এবং সদস্য জুনায়েল আহমদ, সেজু আহমদ, সাহেল আহমদ প্রমুখ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ