স্টাফ রিপোর্টার সাদি
৮ অক্টোবর
![]() |
ছবি: জ্যামে আটকে উপদেষ্টার মোটরসাইকেল যাত্রা |
ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে দুই ঘণ্টারও বেশি সময় জ্যামে আটকা পড়েন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা মহাসড়কের বিভিন্ন অংশের নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শনে যান। তবে ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়েন তিনি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও যানজট থেকে মুক্তি না পেয়ে অবশেষে নিরাপত্তা টিমসহ মোটরসাইকেলে চেপে পাশের সরু সড়ক ও চিপা পথ ধরে ঢাকার উদ্দেশে ফেরেন।
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষও মন্তব্য করছেন, “রাস্তার বেহাল দশা যদি মন্ত্রণালয়ের উপদেষ্টাকেই জ্যামে ফেলে দেয়, তবে সাধারণ মানুষের অবস্থা কেমন তা সহজেই অনুমান করা যায়।”
উপদেষ্টা ফাউজুল কবির খান এ সময় সাংবাদিকদের বলেন
“ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত। আমরা প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণ করছি। কিছু জায়গায় কাজের ধীরগতি রয়েছে, তবে তা দ্রুত সমাধান করা হবে। জনগণের ভোগান্তি কমাতে ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন উন্নয়ন প্রকল্পটি বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্পগুলোর একটি। প্রায় ২৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কে একাধিক স্থানে ধীরগতির কাজ ও যানজটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।