Type Here to Get Search Results !

সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।

স্টাফ রিপোর্টার সাদি

   সাঈদ উদ্দীন সাদি (স্টাফ রিপোর্টার) 

৭ অক্টোবর 

ছবি : ট্রেন দুর্ঘটনা পরিদর্শনে জেলা প্রশাসকের তৎপরতা।

সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।

দুর্ঘটনার খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম তদারকি করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় জনসাধারণও সহায়তায় এগিয়ে আসে। জেলা প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক সরওয়ার আলম বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা চাই, এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের যান্ত্রিক ত্রুটি বা বৃষ্টিজনিত কারণে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, সোমবার রাতের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। পরদিন সকালেই প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ