Type Here to Get Search Results !

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের (সিলেট বিভাগ) দায়িত্ব পেলেন তাওফীক এলাহী তাকরীম

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি 

৭ ডিসেম্বর 



NCP-এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB)-এর শিক্ষার্থী তাওফীক এলাহী তাকরীম।

গত ৩ ডিসেম্বর জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে দেশকে ১০টি বিভাগে ভাগ করে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়। এর মধ্যে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তাওফীক এলাহী তাকরীম। উল্লেখ্য, তিনি পূর্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পাওয়ার বিষয়ে তাওফীক এলাহী তাকরীম বলেন, “২৪-এর অভ্যূত্থানের পর নতুন দেশ ও নতুন ছাত্ররাজনীতির প্রত্যাশায় আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।” তিনি আরও জানান, গ্রুপিংয়ের রাজনীতি পরিবর্তন করে শিক্ষার্থী-বান্ধব রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে সিলেট বিভাগে কাজ করবেন এবং পাশাপাশি দেশের নতুন পথচলায় জাতীয় ছাত্ররাজনীতিতে অবদান রাখতে চান।

বর্তমানে তিনি AIUB-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছেন। ২৪-এর অভ্যূত্থানে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ