স্টাফ রিপোর্টার সাদি
১০ ডিসেম্বর
সিলেট-৪ আসনকে কেন্দ্র করে এনসিপির নেতা রাশেল উল আলমের ফেসবুকে করা “তোয়াকুলে হামলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল”–এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
গত বৃহস্পতিবার তোয়াকুল বাজারে কোনো ধরনের উত্তেজনা, হামলার চেষ্টা বা বিশৃঙ্খলা ঘটেনি—এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও রাশেল উল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দেন। পরবর্তীতে স্থানীয়দের প্রতিবাদের মুখে তিনি পোস্টটি দ্রুত ডিলেট করে ফেলেন, যা তাঁর দাবির অসত্যতাকেই প্রকাশ করে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন,
রাশেল উল আলম তোয়াকুলকে নিয়ে একাধিক ভুয়া তথ্য, ভিত্তিহীন অভিযোগ ও বিদ্বেষপূর্ণ অপপ্রচার ছড়িয়েছেন। রাজনৈতিক মাঠে মিথ্যা প্রচার করা এবং পরে চুপচাপ পোস্ট মুছে ফেলা—এটাই কি তাঁর রাজনৈতিক সংস্কৃতি?
ঘটনার দিন তোয়াকুল বাজারে কোনো বিশৃঙ্খলা, পক্ষ-বিপক্ষের সংঘর্ষ বা উত্তেজনামূলক ঘটনা ঘটেনি—এ তথ্য স্থানীয় সকল পক্ষই নিশ্চিত করেছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এনসিপির সিলেট জেলা দায়িত্বশীলদের কাছে দাবি জানিয়েছেন—
👉 রাশেল উল আলমের মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের সুষ্ঠু তদন্ত করা হোক
👉 দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনমনে বিভ্রান্তি তৈরির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক
📌 সত্যের বাংলাদেশে মিথ্যার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—তোয়াকুলবাসীর এমনই দাবি।

