স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ
১২ জুলাই ২০২৫
মিটফোর্ডে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দ্রুত এই বর্বর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এবং সময়সীমা বেঁধে দিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মানববন্ধন করেন। এর আগে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের আলোয় এতটা নির্মমভাবে হত্যা করা— এটি যে কোনো সভ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এই হত্যাকাণ্ড সব ধরনের মানবিকতা ও নৈতিকতাকে লঙ্ঘন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"
তারা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। যদি সরকার এই সময়ের মধ্যে দায়িত্বশীল ভূমিকা না নেয়, তবে তারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, আন্দোলন চলাকালে তাদের ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। শিক্ষার পরিবেশ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বক্তারা জোর দিয়ে বলেন, কেবল গ্রেফতার নয়—ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন নির্মমতা করতে সাহস না পায়। একইসঙ্গে সমাজের সকলকে সজাগ থেকে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।