![]() |
নিহত কিশোরের নাম জনি দাস (১৭) |
হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় বাসায় ঢুকে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কিশোরের নাম জনি দাস (১৭)। এ ঘটনায় তার বড় ভাই জয় দাস গুরুতর আহত হয়ে বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে
শহরের চৌধুরী বাজারের ডেমেম্বর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত চোরবেশে প্রবেশ করে। বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পারলে জনি দাস সাহস করে এক চোরকে ধরে ফেলতে যান। তখনই তাকে ছুরিকাঘাত করা হয়। জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত জয়কে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এটি শুধুই চুরির ঘটনা নয়; পরিকল্পিতভাবে জনিকে খুন করতে চোরের ছদ্মবেশে হামলা চালানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যার উদ্দেশ্যে সংঘটিত পরিকল্পিত ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির জন্য এলাকার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

