Type Here to Get Search Results !

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের

Abdul Jabbar


ক্রীড়া প্রতিবেদক,  তৌফিক ওমর তানভীর

১০ জুলাই ২০২৫

ছবি/ বাংলাদেশ ক্রিকেট টিম


টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার চ্যালেঞ্জ টি-টোয়েন্টি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গড়াবে ম্যাচটি। লক্ষ্য একটাই—হার ভুলে ছন্দে ফেরা।

ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া লিটন দাস এবার নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলকে। যদিও এই ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয় টাইগারদের। শেষ পাঁচ ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। তবে ২০২৩ সালের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ জিতে কিছুটা আশার আলো দেখিয়েছিল। সেই আলো ম্লান হয়ে পড়ে চলতি বছরের মে মাসে আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং এরপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর।

তবে এবার লঙ্কানদের বিপক্ষে পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই সিরিজে আছেন। পেস আক্রমণে ধার বাড়াবে মোহাম্মদ সাইফউদ্দিনের প্রত্যাবর্তনও, যিনি দীর্ঘ ১৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন। অধিনায়ক লিটন দাস জানালেন, “বাংলাদেশ অনেকদিন ধরেই একজন কার্যকর অলরাউন্ডার মিস করছিল। সাইফউদ্দিন সে ঘাটতি পূরণ করতে পারে।”

তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং লাইনআপ। নিয়মিত ব্যর্থ ব্যাটারদের কারণে বারবার চাপের মুখে পড়ছে বোলাররা। আজ তাই ব্যাটিংয়ে উন্নতি করেই ম্যাচ জয়ের দিকে নজর রাখতে চায় টিম টাইগার্স।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “টি-টোয়েন্টি সিরিজ একটি ভিন্ন ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়। আমরা আমাদের ১০০% দেয়ার চেষ্টা করব। যদিও সহজ হবে না, কারণ ওরা নিজেদের কন্ডিশনে খেলছে। তবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই।”

শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানালেন, “বাংলাদেশ প্রতিভাবান দল। আমি মনে করি প্রতিযোগিতাপূর্ণ একটি সিরিজ হবে। ফেভারিট ভাবছি না নিজেকে, কারণ দুই দলই তরুণ এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা রাখে।”

তবে এক বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই অনুপস্থিতি তাদের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে ৬টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হার ১১টিতে। তবে বাংলাদেশ এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে ২০০-র বেশি রানের স্কোর গড়েছে দুইবার, যা আত্মবিশ্বাস জোগাতে পারে।


বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।


শ্রীলঙ্কা স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।



About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ