ক্রীড়া প্রতিবেদক - তৌফিক ওমর তানভীর
![]() |
ছবিঃ অধিনায়ক মিরাজ |
পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিত হওয়ার পাশাপাশি এদিনের পারফরম্যান্সেও বড় হতাশা ঝরেছে টাইগারদের।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৮৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তাকে দারুণভাবে সঙ্গ দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চারিথ আসালঙ্কা।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে থেমে যায় মাত্র ১৮৬ রানে। ফলে ৯৯ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।
হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,
‘আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। বিশেষ করে শেষ ১০ ওভারে আমাদের স্পিনাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, তাই আমরা রান তাড়া করতে নেমে ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’
তবে ব্যাটিংয়ে মাঝপথে ছন্দপতনের কথাও স্বীকার করেন মিরাজ।
‘মাঝের ওভারে কোনো বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। শুরুটা ভালো হলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসি। এতে চাপ বেড়ে যায়, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।’
এই ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।