Type Here to Get Search Results !

সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক মাদক কারবারি

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

 ৯ সেপ্টেম্বর


ছবি:সীতাকুন্ডে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের সীতাকুন্ডে প্রায় ২১ হাজার টাকার ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ দল সীতাকুন্ড থানাধীন কুমিরা হাইওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়।আটক ব্যক্তিকে মোটরসাইকেল ও জব্দকৃত ফেনসিডিলসহ ভাটিয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানায়। এ প্রসঙ্গে কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তারা আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে জনগণকেও সচেতন হতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করতে হবে।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ